দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে ৫০ পিছ ইয়াবাসহ রাকিব(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে বন্দরের শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তা হতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত রাকিব মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ২৭(১০)২১ইং।
জানাগেছে, শনিবার রাতে বন্দর থানার এস আই শহিদুল আলমের নেতৃত্বে মদনগঞ্জ শান্তি নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় ফেরি করে মাদক বিক্রিকালে রাকিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে ৫০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ী রাকিবকে রোববার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।