দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে উকিল মামা কর্তৃক স্কুল ছাত্রী ভাগ্নী (১৩) ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার স্কুল ছাত্রী মা বাদী হয়ে লম্পট উকিল ভাই সাকিবকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১৯(১০)২১। এর আগে গত ৩ অক্টোবর রাতে বন্দর উপজেলার কল্যান্দীস্থ লম্পটের নিজ বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ৩ অক্টোবর বন্দর থানার কল্যান্দী এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে লম্পট সাকিব তারেই উকিল ভাগ্নিকে বেড়ানোর কথা বলে নবীগঞ্জ নোয়াদ্দা থেকে তার নিজবাড়ি বন্দর কল্যান্দী এলাকায় নিয়ে আসে।
পরে রাতে লম্পট উকিল মামা স্কুল ছাত্রীর ভাগ্নির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। পরে বিষয়টি ধর্ষিতা স্কুল ছাত্রী তার পিতা মাতাকে জানালে এ ঘটনায় স্কুল ছাত্রী মা বাদী হয়ে গত বৃহস্পতিবার বন্দর থানায় লম্পট উকিল মামাকে আসামী করে বন্দর তানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে লম্পট উকিল মামা সজিব পলাতক রয়েছে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম পাটুয়ারী গনমাধ্যমকে জানিয়েছেন।