দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: “দৌড়ে পালিয়ে যেও না, অন্যায়কারী ও দুষ্কৃতি কারীদের মোকাবেলা করো”। এই প্রতিপাদ্য সারা দেশে হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর,মন্দির ও মন্ডপে হামলা, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বাংলাদেশ ও স্বামী বিবেকানন্দ যুব সংঘের সদস্য বৃন্দরা।
শুক্রবার (২২ অক্টোবর)সকাল ১১ টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধু নাগ মহাসয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তারা পদ আশ্চর্যের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ একোনাথা নন্দজী মহারাজ।শ্রী মা সারদা সংঘের সদস্য বৃন্দ ও স্বামী বিবেকানন্দ যুব সংঘের সদস্য বৃন্দরা।
এসময় মানববন্ধনের সভাপতি ও আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু লোক বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেও সরকারের কঠোর ভূমিকায় তারা খুশি আছেন। তবে এগুলো বিচ্চিন্ন কোনো ঘটনা নয় এবং সারাদেশে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সুসম্পর্ক বজায় থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। তাই সাম্প্রতিক সময়ের এইসব ঘটনায দেশের সর্বস্তরের মানুষ হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তা প্রতিহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।