দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা, কোরআন খতম এবং দোয়া ও ইফতারের আয়োজন করেন মহানগর বিএনপি নেতা আমিনুর ইসলাম মিঠু।
শনিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে মহানগর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেন। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, আগামী ২৯ নভেম্বর নগরীর দেওভোগস্থ বড় মসজিদে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা, কোরআন খতম এবং দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
আমি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দদের দেওভোগ বড় মসজিদে বাদ আছর উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।আমরা সকলে উপস্থিত হয়ে আপোষহীন নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করবো। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।