দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন সদ্য ঘোষিত মহানগর মহিলা দল।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে নগরীর কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়সা আক্তার দিনার সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি আলহাজ¦ এ্যাড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর বিএনপির নেত্রী কানিজ ফাতেমা।
এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জোবায়েদা নাছরিন রানী, সহ-সভাপতি রুমী আক্তার, সাংগঠনিক সম্পাদক ডলি আহমেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি জিসান সুরাইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদা আক্তার, মহানগর মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাহার সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক রুমী আক্তার,
প্রচার সম্পাদক সালমা আক্তার, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক মিনু আক্তার, খাদিজা আক্তার, ফাতেমা, মাহমুদা, হাজেরা, মহানগর বিএনপি নেতা শফিক আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার।