দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন সদরথানা দল।
শুক্রবার (২৬ নভেম্বর) বাদ আছর নগরীর ১১নং ওয়ার্ডস্থ তল্লা বড় জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিক চৌধুরীর সভাপতিত্ব ও সদস্য সচিব জাকিরের তত্ত্বাবধায়নে এ মিলাদ ও দোয়ায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, প্রচার সম্পাদক দুলাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,সদর থানা যুগ্ম-আহবায়ক শাওন, কাকন, রাকিব, রশিদ, নাছির, সদস্য দুলাল বেপারী, মহাসিন, মিঠু, মাছুম সহ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ মিলাদ ও দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কণিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা সহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান,
মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাউছার আশার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।