দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা, কোরআন খতম এবং দোয়া ও ইফতারের আয়োজন করেন মহানগর বিএনপি নেতা আমিনুর ইসলাম মিঠু।
সোমবার (২৯ নভেম্বর) বাদ আছর দেওভাগ বড় মসজিদে এ আয়োজন করা হয়।
মহানগর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম মিঠুর উদ্যোগে আয়োজিত নফল রোজা, কোরআন খতম এবং দোয়া ও ইফতারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান,
মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টিু, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন বকুল, সোহেল, জাহাঙ্গীর সাহ জিয়া, শহীদ হোসেন মিশর, সবুজ চাকলাদার, মকবুল হোসেন, এম এম কায়ুম পাপুল, সালাউদ্দিন দেওয়ান, মোহাম্মদ হোসেন কাজল, মোশারফ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা আব্দুল বারী।
এদিকে বাদ আছর মিলাদ ও দোয়া শেষে বাদ মাগরিব ইফতারের আয়োজন করা হয়।