দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: “দ্রব্যমূল্যের আকাশছোয়া উর্দ্ধগতিতে জনগণের নাভিশ^াস, গণবিরোধী সরকারের মদদে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাড়ান” এই শ্লোগানকে সামনে রেখে মহানগর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহন করেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে যুবদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দ কর্মসূচির উদ্ভোধন করার পর যুবদল নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুববিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সহ-যুব বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, মহানগর যুবদল নেতা সোহেল চৌধুরী, মহাসিন, সবুজ চকিদার, আমির হোসেন, সোহেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত মহানগর যুবদলের নেতৃবৃন্দরা কালিবাজার থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় জন-সাধারণের মাঝে বিতরণ করেন।