দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্তে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশে যোগদান করেন মহানগর বিএনপি।
মঙ্গলবার ( ৩০ নভেম্বর) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান,
মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহমেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়সা আক্তার দিনা, সাংগঠনিক সম্পাদক ডলি আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা মজিদ কমিশনার, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ফেরদৌসুর রহমান, শওকত আলী লিটন, আল-মামুন, মানিক বেপারী,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক দুলাল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেন,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাসিব, রাজু আহমেদ রাজন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সোহেল, সেলিম, কামাল, কায়ুম, মমিন, মোজাম্মেল, আবির, মাসুদ রানা, মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন ভাবে সমাবেশ স্থল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা যাওয়ার পর তাদের সাথে যোগদান করে খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিতে দিতে বিভাগীয় সমাবেশে যোগদান করেন।