দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হৃদয় খানের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীঘায়ু কামনা ও তারেক রহমানের ৫৭ তম জন্ম দিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ নভেম্বর) বাদ এশা বন্দর থানার ২১ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ মিলাদ ও দোয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা, সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারাযণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলতাফ হোসেন, কদম রসুল কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী খান জিসান,
বন্দর থানা ছাত্রদল সদস্য সাব্বির, তন্ময়, রাতুলসহ বন্দর থানা বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত লোকজনের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।