দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে হাসান খান (২৪) নামে এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
আত্মহত্যাকারি যুবক হাসান খান ওই এলাকার সেলিম খানের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি যুবকের পিতা সেলিম খান বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নাম প্রকাশ না করার শর্তে আত্মহত্যাকারি ঘনিষ্ট বন্ধু গনমাধ্যমকে জানান, কয়েক দিন ধরে হাসান এন্ডডুয়েট মোবাইল ফোন কেনার জন্য তার দিনমজুর পিতা সেলিম খানের নিকট টাকা চেয়ে আসছিল।
তার দিন মজুর পিতা টাকা দিতে অনিহা প্রকাশ করলে মনের ক্ষোভে সকলের অজান্তে হাসান বৃহস্পতিবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের গনমাধ্যমকে জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা অপমৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে নিহতের পিতা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহার বরাবর লিখিত আবেদন করলে ওসি স্যার লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করে। পরে আত্মহত্যাকারি স্বজনরা ওই দিন বাদ আছর এনায়েতনগর এলাকায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন সম্পর্ন করে।