দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সড়ক দুর্ঘটনায় আহত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক রকিবুল ইসলাম সাগরকে দেখতে তার বাড়ীতে যান মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান।
বুধবার (২৪ নভেম্বর)সন্ধ্যায় সাগর প্রধানের নেতৃত্বে ছাত্রদল নেতার বাসায় যান। পরে তিনি অসুস্থ্য ছাত্রদল নেতার চিকিৎসার খোজ খবর নেন।
এ সময় সাগর প্রধান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের এই দু:সময় আমাদের মা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের মিথ্যা মামলায় আজ কারাগারে। তিনি এখন গুরুত্বর অসুস্থ্য তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে হবে। কিন্তু আওয়ামী সরকারের অপ-রাজনীতির কারনে তাকে বিদেশ পাঠাতে বিলম্ব হচ্ছে।
আমাদের মায়ের যদি কিছু হয় তাহলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবে না। আপনারা সবাই প্রস্তুত থাকেন প্রয়োজনে আমরা এদেশে আবারও সকলে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।