দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সাবেক নগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
মঙ্গলবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু সংগঠনের পক্ষ থেকে এ শোক প্রকাশ করে। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে আরও উল্লেখ করেন, সুরুজ্জামান বিগত সরকার পতন আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। দলের জন্য তার অবদান বলে শেষ করার নয়। আমি মহানগর যুবদলের পক্ষ থেকে সুরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন সুরুজ্জামানকে জান্নাত নসিব করেন। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবৃতিতে একাত্ততা প্রকাশ করেন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহমেদ।