দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সাবেক নগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ওলামা দল।
বুধবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর দলের সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহমেদ সংগঠনের পক্ষ থেকে এ শোক প্রকাশ করে। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে আরও উল্লেখ করেন, সুরুজ্জামান বিগত সরকার পতন আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। দলের জন্য তার অবদান বলে শেষ করার নয়। আমিা মহানগর ওলামা দলের পক্ষ থেকে সুরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন সুরুজ্জামানকে জান্নাত নসিব করেন। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।