দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ থেকে আশরাফুল আলম শাকিল (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল আলম শাকিল মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মিতারা গ্রামের কামাল কাফির ছেলে।
মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আশরাফুল আলম শাকিল এলাকায় মাদক সেবন ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। কোনো কাজ করতেন না।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার একটি বাসার কক্ষ থেকে মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। প্রামমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে দুর্বত্তরা ওই যুবককে হত্যা করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। ওই কক্ষ থেকে গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আশা করছি, শিগগির রহস্য উদঘাটন করা যাবে।