দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আসন্ন ১৬ জানুয়ারি নারায়ানগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নাসিক ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃহান্নানুর মামুন নির্বাচনী প্রচারণা করেছে।
বুধবার(৮ ডিসেম্বর)বিকেল পৌনে ৪টায় নারায়ানগঞ্জ শহরের নলুয়াপাড়ায় এ নির্বাচনী প্রচারনা করেন তিনি।
নির্বাচনী প্রচারণা শেষে হান্নানুর মামুন বলেন,বাঙ্গালি জাতির মূল শক্তি হলো মায়েরা। তাই আজকে আমি আমার মা ও বোনদের সাথেই নির্বাচনী কাজ শুরু করেছি। তবে আমাদের দূর্ভাগ্য সারা এলাকার ময়লা আমাদের এইখানে এনে ফেলে।আমরা যে প্রতিবাদ করবো তার জন্য কোন সামাজিক সংগঠন এখানে করতে দেওয়া হয়নি।
এখানকার কাউন্সিলরের লোকদের যার যার চেম্বার করেছে আমাদের ভয় দেখানোর জন্য যাতে আপনেরা কিছু না বলতে পারেন। আমি দীর্ঘ দিন দেশের বাহিরে ছিলাম কিন্তু শেষ বয়সে আপনাদের সেবা করার লক্ষে দেশে এসেছি। এটা কি আমার অপরাধ। আমাকে ভোট দিলে আমার সাইন আনতে নাকি কানাডা যেতে হবে এটা কোন কথা।এটা একটা হাস্যকর ব্যাপার।
আমি আর কানাডা যাবো না। আর যারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তাদের জবাব আপনেরা দিবেন কি দিবেন না?প্রতিটি ঘরে ঘরে কম করে হলেও আমার দুইটা ভোট আছে। আমার ভোট কয়টা আছে আপনেরা জানেন না।শহীদনগর আছে, নলুয়াপাড়া আছে, আলামিননগর আছে, ঋষিপট্টিতে আছে। অতএব ভয় পাবার কিছু নাই।
তিনি আরো বলেন,আমি চাই আমাদের ওয়ার্ডে সামাজিক সংগঠন গড়ে উঠুক।সামাজিক সংগঠন গড়ে উঠলে মুরুব্বিরা একসাথে বসে আলোচনা করুক কে ভালো আর কে এই ওয়ার্ডের উন্নয়ন করবে। শহীদনগর,আলামিননগর ও আমার জন্মস্থান নলুয়াপাড়ায় একটাই সমস্যা পানির।আমাকে আপনেরা ভোট দিয়ে নির্বাচিত করবেন।আমার এলাকার উন্নয়ন করতে মেয়র আইভী বা সরকারের কাছে আমার যেতে হবে না।আমি জানি বিদেশ থেকে কিভাবে টাকা আনা যায় বাংলাদেশে।আমার সাথে বিদেশ্ব্র বিভিন্ন সংস্থার সাথে সম্পর্ক আছে। আমি জানি তাদের কাছ থেকে কিভাবে টাকা আনতে হবে।আমি চাই আমার এলাকার উন্নয়ন।যুব সমাজের সুস্থ্য জীবনধারা।
আমার এলাকাকে চাই মাদক মুক্ত করতে।তাই আপনেরা আমাকে ভোট দিবেন।আমি কবির ভাই ও মুন্নাকেও বলেছি আমাকে তাদের ভোট গুলো দেবার জন্য।তারা আমাকে তাদের ভোট দিয়ে দেখুক ৬ মাস আমি কি পরিমান উন্নয়নে করি।আমি কথা দিচ্ছি আমি যদি এই ৬ মাস দ্বিগুন উন্নয়ন করতে না পারি তাহলে আমি তখন আমার পথ থেকে পদত্যাগ নিবো।তাই আমার এলাকার মা বোনদেরকেই বলবো আপনেরা দেশের মূলচালিকা শক্তি আপনেরা আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।
নাসিক ১৮নং ওয়ার্ডের অন্য প্রার্থীদ্বারা জীবনের হুমকির কথা উল্লেখ করে মামুন বলেন,এক প্রার্থী আমার জীবনের হুমকি দিয়েছে।আমি নাকি নমিনেশন জমাই দিতে পারবো না।আল্লাহর রহমতে ইতিমধ্যে আমি নমিনেশন ফরম কিনেছিও জমা দিয়েও দিয়েছি।
এর আগে নলুয়াপাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে মা ও বোনকদের নির্বাচনী সালাম দিয়ে সকলের দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণা করেন কাউন্সিলর প্রার্থী হান্নানুর মামুন।