দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে মেয়রপদে মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়ন সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহ শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ইতিমধ্যেই আপনারা জেনেছেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে না। তবে দলের কেউ যদি নির্বাচন করতে চায় সে ক্ষেত্রে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবে। তাই আমি মনোনয়ন সংগ্রহ করেছি। তবে দল যদি কোন সিদ্ধান্তে যায় আর আমাকে বলে নির্বাচন থেকে সরে দাড়াতে। আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নিবো। আর যদি নির্বাচনের বিষয় দল যদি কোন সিদ্ধান্ত না যায়। সে ক্ষেত্রে আমি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবো।
মনোনয়ন সংগ্রহ শেষে মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, আমি দলের সিদ্ধান্তের বাইরে যাবো না। গতবার সিটি নির্বাচনে দল আমাকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচন করার সুযোগ করে দিয়ে ছিলো। কিন্তু এবার দল থেকে ঘোষণা এসেছে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে না।
তবে দলের কোন নেতা যদি নির্বাচন করতে চায় সে ক্ষেত্রে প্রার্থী হিসেবে অংশগ্রহন করতে পারবে। এতে দলের সাংগঠনিক কোন বাঁধা থাকবে না। যেহেতু গতবার আমি প্রার্থী ছিলাম তাই এবারো নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করছি।
তবে দলের হাই কমান্ড যদি আমাকে নির্বাচন থেকে সরে দাড়াতে বলে। সে ক্ষেত্রে দলের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাড়াবো। কারন নির্বাচনের চেয়ে আমার কাছে দলের সিদ্ধান্ত সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে।