দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নাসিক ১৩,১৪,ও১৫ নং নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী শারমিন হাবিব বিন্নি নির্বাচনি প্রচারনার গণসংযোগ করেন। তিনি নিজের নির্বাচনী সালাম পৌঁছে দিয়েছেন ওয়ার্ডবাসীর কাছে। এই সালাম পৌঁছে দিতে বের হলে তার সাথে যোগ দেন ওয়ার্ডের হাজারো ভোটার-সমর্থক।
শুক্রবার (৩১ ডিসেম্বর) ৪ ঘটিকায় জামতলা থেকে তিনি সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। পরে তিনি যে পথেই হেঁটেছেন সেই পথেই তার সাথে যুক্ত হয়েছেন শত শত মানুষ।
শত মানুষের লোকের মিছিল জামতলা থেকে শুরু করে হিরা কমিউনিটি সেন্টার, তারা মসজিদ,ধোপাপট্রি, চাষাঢ়া একাংশ ঘুরে ঘুরে ভোটারদের কাছে নির্বাচনী সালাম পৌঁছে দেন। প্রতিটি এলাকায় বিন্নিকে দেখামাত্রই তরুণ, যুবক, নারী, পুরুষ ছুটে আসেন। সবাই তাকে সমর্থন দিয়ে তার সাথে যুক্ত হয়ে যান শোভাযাত্রায়।
জামতলা এলাকার স্থায়ি বাসিন্দারা জানান, আমরা তো তাকে নিয়ে চিন্তা করি না। তিনি আমাদের জন্য যা করেছেন তা তো ভুলে যাওয়ার মতো নয়। করোনায় আমাদের ওয়ার্ডের সকল গরিব দু:খি লোকের মাঝে তিনি সাহাজ্য পাঠিয়েছেন। করোনা চলে যাওয়ার পর বা করোনার আগেই তার কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। এই ওয়ার্ডের উন্নয়নে কোনো কমতি ছিল না। কাউন্সিলর হিসেবে তার বিকল্প কেউ হতে পারে না। দল মত জাতি ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে আমরা তার পক্ষে আছি।
একই কথা বলেন আরেকজন এলাকার ভোটার মকবুল হোসেন, সহ অনেকেই।
এ বিষয়ে জানতে চাইলে বিন্নি জানান, আমি সবাইকে সালাম পৌঁছে দিয়ে জানাতে এসেছি আমি তাদের পাশে আছি। তারা আমাকে নির্বাচিত করলেও আছি না করলেও আছি। মানুষের জন্য কাজ করতে পারাটাই আমার সুখের উৎস। আমি যদি বিগত দিনে আমার ওয়ার্ডবাসীর জন্য কাজ করে থাকি, তারা যদি আমার ওপর সন্তুষ্ট থাকেন তাহলে তারা যেন আমাকে আবারো নির্বাচিত করেন।