দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশব্যাপী চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর)বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ মেলার উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলাটি ৩০ ডিসেম্বর থেকে আগামী ২ই জানুয়ারি চারদিন ব্যাপী নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয় প্রাঙ্গণে চলবে।
মেলা উদ্বোধন অনুষ্ঠানটি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃশামীম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহামুদুর রহমান, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল)নাজমুল হাসান।আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরিফাত ফেরদৌস, জেলা তথ্য অফিসার সিরাজ দৌলা খান,নারায়ণগঞ্জ জেলা গনগন্থাগার দেবাশীষ ভদ্র প্রমূখ।
মেলা উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণ করা প্রতিটি স্টল পরিদর্শন ডিসি মোস্তাইন বিল্লাহ।স্টল পরিদর্শন শেষে ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন,এখানে অনেক বই আনা হয়েছে।প্রতিটি বইই খুব সুন্দর।আমাদের নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ,স্বাধীনিতা সম্পর্কে জানতে হবে।আমাদের জাতির জনককে নিয়ে গবেষনা করতে হবে তাহলেই তাদের ভিতর দেশপ্রেম জাগ্রত হবে।