দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আগামী ২৬ ডিসেম্বর হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জাকির প্রধানের একটি মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এরই মধ্যে গত ২২ নভেম্বর দাপা ইদ্রাকপুর ট্রাক চালক ট্রান্সপোর্ট কমিটির পরিচিতি সভায় ও সোমবার (৬ ডিসেম্বর) আলীগঞ্জ লেবার হলে জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউছার আহম্মেদ পলাশ কয়েকশত মানুষের সামনে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করতে নেতা কর্মীদের নির্দেশ দেন।
পলাশের অনেকে ফিসফিস করে বলেন এই মেম্বার পদপ্রার্থী নিজেই মাদক সেবন করছেন, সেই প্রার্থী নির্বাচিত হলে এলাকায় মাদকের রাজ-রাজত্ব কায়েম করবেন। কি ভাবে তার মত একজন নেতা জাকিরকে সমর্থন দিল।
এছাড়া ও জাকির অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী।সে বিস্ফোরণ দ্রব্য মামলার এজাহার ভুক্ত আসামী। দাপা মসজিদ এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিএনপি জামায়াত জোট সরকারের সময় জাকির যুবদল করত সে সময় আওয়ামীলীগ নেতাকর্মীদের অনেক নির্যাতন করেছে। ২০১১ সালে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন। সেই মামলায় তার ১৪ বছরের সাজা দেয় আদালত পরে কিছু দিন সাজা ভোগ করে আপিল করে জামিনে বের হন। এরপর বিএনপি জামায়াত হরতালে গাড়ী পোড়ানোর মামলার আসামী হন। পরে কোন উপায় না পেয়ে শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশের সাথে শ্রমিকলীগে যোগদান করেন।
পরে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সদস্য হন জাকির। এখন তিনি পরিবহন শ্রমিক নেতা পরিচয় দিয়ে ট্রাক থেকে চাঁদাবাজী করে দাবড়িয়ে বেড়ান আর পাকাপোক্ত করেছেন তার মাদকের রাজ-রাজত্ব। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ট্রাক চালক ও শ্রমিক জানান, ট্রাক চালক ইউনিয়নের সদস্য হওয়ার পর থেকে জাকিরের অব্যাহত চাদাঁবাজিতে অঅমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। কোন নেতাকে বলতে সাহস পাইনা কারন যদি জাকিরের বিরুদ্ধে বিচার দেয়া হয় তাহলে উল্টো আমাদের বিরুদ্ধেই অবস্থান নিবে তারা। কারন জাকির তাদেরই অনুগত।
এবিষয়ে জাকির প্রধান জানান,আমার যদি এমন কোন ছবি থাকে তাহলে প্রমান করে দেখান। আর আমার ১১ সালের অস্ত্র মামলায় সাজা হয়েছিলো। আমি সাজা খেটে বের হয়েছি। বর্তমান সরকার আমলে আমাকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। শুধু এই মামলা না আরো অনেকগুলো মামলা ছিলো আমার বিরুদ্ধে সেগুলো থেকেও অব্যাহতি দিয়েছে। আপনে আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা। আপনেরা মিডিয়ার মানুষ আপনাদের সারা দুনিয়া চিনে। সামনে নির্বাচন আমি এই নির্বাচনে মেম্বার প্রার্থী হয়েছি। এই সময় কারো দূর্বল জায়গা নিয়ে তাকে প্রশ্ন করবেন না। আপনার কাছে প্রমান থাকলে আপনে আসেন আমার সাথে বসেন। বসে কথা বলেন।
এ বিষয়ে জাকির প্রধানকে সমর্থনকারী কাউসার আহমেদ পলাশ বিদেশে অবস্থান করার ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।