দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা।
রোববার (১২ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও এইদিন কাউন্সিলর পদে ১৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
এই দিন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম মাহমুদ হেনা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেন।
কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এ.আর ফররুখ আহমাদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহীন মিয়া, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম অপু, খন্দকার আমজাদ হোসেন এবং ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার ডলি।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।