দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর হকার জুবায়ের হত্যার মামলার প্রধান আসামী স্বপনকে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (২০ ডিসেম্বর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামীর ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলা হলে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামীর রিমান্ডের বিষয়টি নিশ্চিত করছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আতিকুর রহমান।তিনি জানায়,হকার জুবায়ের হত্যা মামলার প্রধান আসামী স্বপনের ৭ দিনের পুলিশ আবেদন করে পুলিশের তদন্ত কর্মকর্তা আসামীকে আদালতে তুললে বিচারক আসামীর ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো জানায়,চাঞ্চল্যকর জুবায়ের হত্যার সাথে কে বা কারা জড়িত আছে তা উদঘাটন করতেই এই রিমান্ড চাওয়া হয়েছে।
নিহত হকার জুবায়ের মা মুক্তা ছেলের আসামী স্বপনের ৩দিনের পুলিশ রিমান্ডে সন্তুষ্ট প্রকাশ করে বলেন,আমার ছেলে জুবায়েরকে ওরা নির্মমভাবে হত্যা করেছে।বিচারক আমার ছেলের হিত্যাকারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে এতে আমি খুশি।এখন সরকারের কাছে আমার একটাই দাবী আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।তাদের ফাঁস চাই।আমার বুক তারা খালি করে দিয়েছে আমার নিরাপরাধ ছেলেটাকে হত্যা করে।ওদের বিচার চাই,ফাঁসি চাই।
এছাড়াও জুবায়ের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, এসপি ও সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে নিহত জুবায়ের মা।
এর আগে হকার জুবায়ের হত্যার মামলায় আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেন জুবায়েরের বাবা-মা,এলাকাবাসী ও নারায়নগঞ্জের হকার বৃন্দ।