দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নাসিক ১৩নং ওয়ার্ডের সমাজ সেবক, ক্রীড়াবিদ ও রাজনৈতিক ব্যক্তি রবিউল হোসেন বৈশ্বিক মহামারি করোনা থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য নিরলশ পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যেই সপ্তাহব্যাপী মাক্স বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেছেন। পাশাপাশি প্রতিদিন নিজে মাঠে থেকে মাক্স বিতরণ করার সাথে সাথে সকলকে সচেতন হবার আহবান করছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে তিনি মাক্স বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
এর আগে করোনার প্রকোপ বৃদ্ধি হওয়ার পুর্বে এলাকার যুব সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষার্থে নিজ অর্থায়নে খেলার আয়োজন করেন।
এ বিষয় তার কাছে জানতে চাইলে তিনি দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম’কে জানান, আমি নির্বাচন থেকে পারিবারিক কারনে শেষ বেলায় সড়ে দাড়িয়ে এলাকাবাসীকে দেওয়া কথা রাখতে পারিনি। কিন্তু আমার নির্বাচনে অংশ গ্রহনের উদ্দেশ্য ছিলো এলাকাবাসীকে সেবা প্রদান করা।
ব্যক্তিগত কারনে নির্বাচনে থাকতে পারিনি সেটা আমার সমস্যা্ তাই বলে কি এলাবাসীকে সেবা থেকে বঞ্চিত করবো্ সেটা আমার বাবা-মা কখনই শিক্ষা দেয়নি।তাছাড়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমার এই এলাকার কারো ক্ষতি হবে সেটা আমি কখনই মেনে নিতে পারবো না।
কারন এই এলাকার সবাই আমার পরিবারের মত। পরিবারের কেউ অসুস্থ্য হউক বিশেষ করে করোনার মত ভাইরাসে আক্রান্ত হয়ে। যেটা কেউ মেনে নিবে না। তাই আমি আমার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য একটু চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা বাইতুল মামুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক এম এ মান্নান পটু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সমাজসেবক আব্দুর রশিদ, মোহাম্মদ বক্কা মিয়া, ইকবাল হোসেন, রবি হোসেন, মোহাম্মদ মিঠু সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।