দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনার প্রকোপ আবারও বৃদ্ধি হওয়ায় পর থেকেই ওয়ার্ডবাসীকে সচেতন করতে সপ্তাহব্যাপী মাক্স বিতরণ কর্মসূচির শেষ দিনে মাঠে ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজ সেবক ও রাজনৈতিকবিদ রবিউল হোসেন।
শুক্রবার(২৮ জানুয়ারী)বেলা ১১ টায় নগরীর প্রেসক্লাব চত্ত্বর, চাষাড়া শহীদ মিনার সহ এর আসে পাশের এলাকাগুলো মাক্স বিতরণের পাশাপাশি সকলকে সচেতন করেন রবিউল হোসেন। সেই সাথে সপ্তাহব্যাপী মাক্স বিতরণ কর্মসূচির শেষ দিন হলেও ওয়ার্ডবাসীকে সচেতন করার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান সাংবাদিকদের।
মাক্স বিতরণ কালে রবিউল হোসেন সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে রবিউল হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি ওযার্ডবাসীকে সচেতন করার উদ্যোগ গ্রহন করেছি। কারন আমি মনে করি এই ওয়ার্ডের সবাই আমার পরিবারের সদস্য।
তাদেরকে সচেতন করা আমার নৈতিক দায়িত্ব আর সেই দায়িত্ববোধ থেকেই আমার মাঠে নামা।যেভাবে দিন দিন করোনার প্রকোপ যে ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে আমি নিজেই আতংকৃত তাই আমি মাঠে নেমে সকলকে সচেতন হওয়ার আহবান করছি।
সেই সাথে আমি তাদের বুঝাতে সক্ষম হচ্ছি, তারা যদি এই ভাবে অসচেতন হয়ে কাজের জন্য বাড়ি থেকে বের হয় তাহলে তাদের পরিবারের সকলেই ঝুকিতে থাকছে। পাশাপাশি এটাও বুঝাতে চেষ্টা করছি তারা যদি আক্রান্ত হয়ে পরে তাহলে আর কাজে বের হতে পারবে না। যেটা তার ও পরিবারের জন্য অশুভ সংকেত হতে পারে। এলাকাবাসীও আমার কথা গুলো মানছে এবং সচেতন হওয়ার জন্য চেষ্টা করছে।
এ সময় তিনি আরও বলেন, বৃহত্তম গলাচিপা যুব সমাজের উদ্যোগে আমরা নানা কর্মসূচির পরিকল্পনা হাতে নিয়েছি। যেটা আপনারা ধারাবাহিকতার সহিত দেখতে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সমাজসেবক আব্দুর রশিদ, বক্কা মিয়া, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সমাজসেবক বাবুল মিয়া, আরিফ হোসেন শহীদ, ইকবাল হোসেন, মিঠু আহমেদ, কাজী রবিন, অনুপম সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।