দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নাসিক নির্বাচনে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েও শেষ বেলায় পরিবারের কারনে নির্বাচন থেকে সড়ে দাড়ালেও ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন রবিউল হোসেন।
বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ আবারও বৃদ্ধি হওয়ায় শুরু থেকেই ওয়ার্ডবাসীকে সচেতন করতে মাঠে কাজ করছেন তিনি।
সেই সাথে বৃহত্তম গলাচিপা যুব সমাজের উদ্যোগে ও রবিউল হোসেনের সার্বিক সহযোগিতায় ১৩নং ওয়ার্ডে সপ্তাহব্যাপী মাক্স বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিকে, শনিবার (২২ জানুয়ারি) সকালে গলাচিপা এলাকা থেকে মাক্স বিতরণ কর্মসূচি শুরু করেন রবিউল হোসেন। সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গলাচিপা রুপার বাড়ির মোড় হইতে মাসদাইর এলাকায় প্রায় এক হাজার মাক্স বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা বাইতুল মামুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক এম এ মান্নান পটু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, গলাচিপা এলাকার মুরুব্বি আব্দুল আউয়াল, সমাজসেবক আব্দুর রশিদ, ইকবাল হোসেন, রবি হোসেন, মোহাম্মদ মিঠু সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাক্স বিতরণ অনুষ্ঠানে রবিউল হোসেন বলেন, আমি আমার পারিবারিক সমস্যার কারনে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছি। সেই জন্য ওয়ার্ডবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এ সময় তিনি ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, আমি মনে করি আপনাদের সেবা করার জন্য কোন পদ পদবি বা জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন হয় না। সেবার করার মন মানষিকতা থাকাটা খুবই জরুরী। তবে হ্যা জন প্রতিনিধি হলে সরকারী অর্থায়নে করা হয়। সে ক্ষেত্রে সেবার মান আরও বৃদ্ধি করা যায়। আর আমি যেটা করছি সেটা ব্যক্তিগত উদ্যোগে আপনাদের ভালবাসার টানে করছি।
আমি সবসময় মানুষের পাশে ছিলাম আছি মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, সবাইকে আহবান করব সরকার যে বিধি-নিষেধ গুলো দিয়েছে সেগুলোর অবশ্যই পালন করবেন মাক্স ব্যবহার করবেন এবং সতর্ক থাকবেন। মাক্স বিতরণ এর এই কর্মসূচি সাতদিন পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ধারাবাহিকতার সহিত আমরা নতুন কর্মসূচি নিয়ে আবার মাঠে আসব।