দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা এই শ্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বেড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বাকপ্রতিবন্ধী এবং ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া।
সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
এ ছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেসিলেটর শাহানারা আঁচল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,নারীনেত্রী আলেয়াসহ আরো অনেকে।