দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা আগামী ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন জাদুঘর কর্তৃপক্ষ।
গত রোববার সাংস্কৃতি মন্ত্রনালয়ের এক সভায় এ সিদ্বান্ত নেয়া হয়েছে বলে জানা যায় ।
এর ফলে গত ১৪ ই জানুয়ারীর নির্ধারিত তারিখ এক মাস পিছিয়ে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সাময়িক ভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা স্থগিত করা হয়েছিল।কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার কারণে ফের মেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হোসাইন জানান,বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে গত ২২ জানুয়ারী তারিখে মাসব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মেলা স্থগিত করা হয়েছিল। মেলা উপলক্ষে জাদুঘর কর্তৃপক্ষ সকল প্রকার প্রস্তুতি শেষ করেও মেলা অনুষ্ঠিত করতে পারেনি। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার কারণে আগামী ২২শে ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে মাসব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।