দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আড়াইহাজারে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া বাজারের একটি টাওয়ারের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে হাতবোমাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ হাতবোমাগুলো ঘিরে রাখে। বিকেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমাগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, বড় ধরনের কোনো অপরাধ সংগঠনের জন্য হাতবোমাগুলো জড়ো করা হয়। কারা এ ঘটনায় সম্পৃক্ত থাকতে পারেন নিয়ে তদন্ত চলছে।