দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় লিয়াকত আলী লাকী খোকা বলেন, শিল্পের উৎকর্ষতা বিকাশের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। এর মধ্যে ৮টি জেলায় নতুন করে একাডেমিক ভবন তৈরি করা হয়েছে। ১৯৪টি উপজেলায় কালচার সেন্টার তৈরির উদ্যোগ গ্রহন করা হয়েছে। মসজিদ, মন্দির আছে কিন্তু সেখানে প্রার্থনা করার মানুষ নেই তাহলে সেটা কেমন দেখায় ? মনে রাখতে হবে এই মিলনায়তন আমাদের এক ধরনের প্রার্থনার স্থল। শিল্পির দ্বায়িত্ব হাটুকে নয় হৃদয়কে কাপাঁতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। স্বাধীনতা থেকে শুরু করে অনেক কিছুতে এর অবদান রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব যদি প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিয়মনীতি অনুযায়ী চলে। এ ব্যাপারে মিলনায়তনে যারা ব্যবস্থাপনায় থাকবেন তাদেরকেই এ বিষয়গুলো দেখতে হবে। তাহলেই এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা সম্ভব।
এসময় সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি প্রার্থী মোঃ শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ লিয়াকত আলী লাকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এর পূর্বে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির নব নির্মিত ভবন পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দন শীল, সম্মিলিত নাট্যকর্মী জোটের বিদায়ী সভাপতি হুমায়ুন কবীর, আসন্ন কমিটির সভাপতি প্রার্থী মোঃ শাহজাহান, সাংবাদিক ও নাট্যকর্মী এম.আর হায়দার রানা, নাট্যশিল্পি সমিতির সভাপতি এস.এম ইকবাল রুমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাধারণ সম্পাদক চন্দন রেজা এবং নারায়ণগঞ্জ ও বিভিন্ন জেলা থেকে আগত নাট্যশিল্পি বৃন্দ।