দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ চলতি বছরের জানুয়ারী মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ১৯টি। এরমধ্যে মাদক মামলা হয়েছে মাত্র দুইটি। মাদক ছাড়াও হত্যাকান্ড হয়েছে ২টি,নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২টি,চুরি ২টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ১১টি। তবে গত জানুয়ারী মাসে ডাকাতি কিংবা এসিড ও পুলিশ আক্রান্তের কোন মামলা দায়ের হয় নাই।
এ ব্যাপারে বন্দর থানার ষ্টেটমেন্ট অফিসার এসআই নারায়ণ চন্দ্র জানিয়েছে,গত জানুয়ারী মাসে রুজুকৃত ১৯টি মামলার মধ্যে ২টি মাদক মামলায় ১’শ১০পিছ ইয়াবা ও ৫গ্রাম হেরোইন উদ্ধারসহ মাদক মামলার আসামী ছাড়াও জিআর ও সিআর মামলায় ৪২জন আসামী এবং আরো ২জনকে সাজা ওয়ারেন্টে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক সাহা বলেন,গত জানুয়ারী মাসে মামলা হয়েছে ১৯টি। আগের চেয়ে আইনশৃঙ্খল বর্তমানে অনেক ভাল। আমি অত্যন্ত আন্তরিকতার সহিত পুলিশ ও জনতার সেতুবন্ধন তৈরী করতে চেষ্টা করছি।
পাশাপাশি বন্দর নগরীতে কোন অপরাধ হবেনা এই শর্তে কাজ করছি। রাতের বেলায় বন্দরের বিভিন্ন স্থানে আমার টহল পুলিশ নজর রাখছে। এজন্য সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিকবিদদের সহযোগিতা চাই।