দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কোভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ প্রদানের কার্যক্রম ২৬ ফেব্রুয়ারির পর বন্ধ থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কমর আলী উচ্চ বিদ্যালয়ের গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
তিনি আরো বলেন, উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ আগ্রহের সাথে টিকা নিচ্ছেন। বাংলাদেশে প্রায় ২০ হাজারের মতোকেন্দ্র রয়েছে। আমরা ১ কোটি টার্গেট করেছিলাম, টার্গেটের চেয়েও বেশি টিকা আমরা দিতে পারবো বলে মনে করছি। একইসাথে দ্বিতীয়ডোজের টিকাও প্রদান করা হচ্ছে। এরপর নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল, জিমখানা মাঠ, বাপ্পী চত্ত্বর, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল কেন্দ্র পরিদর্শন করেন।