দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আপনেরা জানেন এই বছরটা আমদের জন্য চ্যালেঞ্জিং ছিলো।সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।শুধু নারায়ণগঞ্জ জেলা না সারা বাংলাদেশে ও বিশ্বের মানুষও অবাক হয়ে চেয়ে ছিলো।
আমরাও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে ও মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা এবং আমাদের জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল আলম স্যারের নির্দেশে নারায়ণগঞ্জ জেলাকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি।উক্ত কথা গুলো বলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃশাহাজামান।
বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি)বিকেল ৩টায় প্রতিমাসের ন্যায় কমিউনিটি পুলিশিং ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এ কথা বলেন সদর ওসি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃশাহজামানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল)মোহাম্মদ নাজমুল হাসান,সদর ওসি(তদন্ত)রিয়াজুল ইসলাম,ওসি(অপারেশন)মোঃসুজন হক সহ নারায়ণগঞ্জ সদর মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃশাহজামান বলেন,আপনেরা জানেন আমরা প্রতিমাসের তিন তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওপেন হাউজ ডে পালন করে থাকি।কিন্তু করোনার মহামারির কারনে আমরা আমাদের আজকের আয়োজনটা ছোট করেছি।
আগামীতে করোনার মহামারি কমলে আমরা আমাদের ওপেন হাউজ ডে বড় করে আয়োজন করবো।সেই জন্য আমরা আমদের গ্রাউন্ডও বড় করেছি।আপনেরা বেশি মানুষ আসলে আমরা আপনাদের বিভিন্ন সমস্যা সম্পর্ক জানতে পারবো।আমরাও চাই আপনেরা আসুন সেক্ষেত্রে আমরা প্রতি মাসের ৩ তারিখে ওপেন হাউজ ডে তে আপনাদের বলে দেই আপনেরা দাওয়াত পেলেও আসবেন না পেলেও আসবেন।আপনেরা আসলে আমদের ভালো লাগে।
তিনি আরো বলেন,মামলা না হলে কিন্তু কেউ থানায় আসে না। আপনেরা যদি কেউ থানায় মামলা, জিডি বা অভিযোগ করতে আসেন তাহলে আমরা আপনাদের কাছ থেকে কোন টাকা নিচ্ছি না।আমরা ১০-১২ ফুট ব্যানার টানিয়ে দিয়েছি পরিষ্কারভাবে লেখে দিয়েছি থানায় মামলা,অভিযোগ,
সাধারণ ডায়রি করতে কোন টাকা লাগে না।কেউ যদি পয়সা দেয় বা কেউ নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো কারন দুই জনই অপরাধী।আমাদের মাননীয় ডিআইজি স্যার হাবিবুর রহমান বিপিএম পিপিএম স্যারের নির্দেশে আমরা মসজিদে যাই।মসজিদে গিয়ে আপনাদের বলি আপনেরা থানায় আসেন আপনাদের কোন অভিযোগ থাকলে আমাদের দেন আমরা কোন টাকা নিবো না।আমরা মসজিদ ছুঁয়েও বলেছি।
অভিভাবকদের উদ্দেশ্য বলেন,আমরা চাই আপনেরা ভালো হয়ে যান। আপনাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা দেন। তাদেরকে মাদক, কিশোরগ্যাং, বড় ভাই ছোট ছোট এই সব গ্যাং থেকে দূরে রাখুন।আমরা চাই না আপনাদের বুক খালি হোক।আমরা চাই নারায়ণগঞ্জ জেলায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকুক।তাই আমাদের প্রতিটি কাজে আপনেরা সহযোগিতা করুন।