দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকায় কবিরের বাড়িতে মাদক সম্রাট ক্যাপ রোমান বাহিনীর হামলার ঘটনায় মামলা হলেও ২০ দিনেও অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এ নিয়ে হামলায় আহত গুরুতর বাতেনসহ স্বজনদের মাঝে উদ্বেগ ও আশংকা দেখা দিয়েছে।
জানাগেছে, গত ২৮ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় লক্ষ্যারচর এলাকায় কবির মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায় মাদক সম্রাট ক্যাপ রোমান সহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। হামলায় গুরুতর আহত বাতেন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কবির মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে। গুরুতর আহত স্বজনদের অভিযোগ মাদক সম্রাট ক্যাপ রোমানসহ তার বাহিনী এলাকায় প্রকাশ্যে ঘুরলেও রহস্যজনক কারণে গ্রেফতার করছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই মোহসীন মিয়া জানান, মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে।