দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সোমবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এ সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, এই ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলা-মামলা করে সাংবাকিদের কলম কখনো থামানো যায় না, যাবেও না। এসময় তারা আরো বলেন, সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই হামলা-মামলার শিকার হতে হয়। এসকল চিন্তাধারা থেকে বের হতে হবে এবং সাংবাদিকবান্ধব সমাজ গড়ে তুলতে হবে।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।