দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সোমবার (২৮ ফেব্রƒয়ারী) বিকেল ৩ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবশের আয়োজন করা হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, অবসর প্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম,
প্রধানবক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
এ বিক্ষোভ সমাবশে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।