দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন ও নিঃশর্তে মুক্তির দাবীতে আলোচনা সভা এবং মিলাদ দোয়ার আয়োজন করেন বৌলতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। সেই সাথে শীতার্থ মানুষের শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বৌলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম মিযার সঞ্চালনায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক অবাক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহজং উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান খান, সদস্য সচিব হাবিবুর রহমান ( অপু চাকলাদার)।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আব্দুস সালাম আজাদ বলেন, কোন অপরাধ না করেও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় এখন বন্দি জীবন যাপন করছে। এই সরকারের প্রধান টারগেট জিয়া পরিবারকে ধ্বংস করা। কারন এই রাতের আধারের ভোট চোর সরকার জানে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা রাখে বিএনপি ও জিয়া পরিবার।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে হবে। আর এই দাবী শুধু বিএনপির নয় সারা বাংলাদেশের মানুষের। কিন্তু সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রন করে নেত্রীকে বিদেশে পাঠাতে বাঁধা সৃষ্টি করছে।
এই অবৈধ সরকার ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের উপর ভর করে অঘোষিত বাকশাল কয়েম করেছে। এখন একটি স্বাধীন দেশের জাতিকে পরাধীনতার ধু¤্রজালে আবদ্ধ করে রেখেছে।
ইতিহাস সাক্ষী কোন স্বৈরাচারী সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারনি। এই ভোট চোর সরকারও পারবে না। তাদের বিচার এই দেশের মাটিইতে হবে।
সংক্ষিপ্ত বক্তব্যে শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতণর করেন উপস্থিত নেতৃবৃন্দরা।