দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের দক্ষিন এনায়েত নগর এলাকায় একই পরিবারের ২২ জনের বিরুদ্ধে হয়রানী মামলা দিয়ে বাড়ীতে গচ্ছিত সম্পদ লুট করার অভিযোগ উঠেছে শাউন ও আরিফ গংদের বিরুদ্ধে।
এ সময় নগদ অর্থ, স্বণর্ অলংকার ও ৫ শতাংশ জমির বাড়ীর দলিল লুট করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাহানাজ জানান, আমাদের পরিবার ও আতœীয় স্বজন সহ ২২ জনের বিরুদ্ধে হয়রানী মামলা করে ঘর ছাড়া করেছে। আমরা গ্রেফতারের ভয়ে বাড়িতে থাকতে পারিনি। এই সুযোগ কাজে লাগিয়ে বাদী পক্ষের লোক রাতের আধারে দেশীয় অ¯্র নিয়ে ফাকা বাড়িতে ভাংচুর করে। বাড়ির তালা ভেঙ্গে রুমে থাকা গচ্ছিত সম্পদ, টাকা, স্বর্ণ অলংকার ও ৫ শতাংশ জমির বাড়ীর দলিল সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র লুট করে নিয়ে গেছে। শুধু তাই নয় আমাদের মাছের চাষ করা পুকুরে রাতে মাছ ধরে নিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে।
তিনি আরও বলেন, আমি গামেন্টর্সে কাজ করে আমার মেয়ের বিয়ের জন্য যে টাকা ও স্বর্ণ জমিয়ে ছিলাম সব কিছু লুট করে নিয়েছে ওরা। আমি আশে পাশের লোকদের কাছ থেকে জানতে পেরেছি ,গভীর রাতে কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মৃতঃ আহসাউল্লাহ মেম্বারের ছেলে শাউন (৩২), ও পাঠানতলী কবরস্থান এলাকার নুরুল ইসলামের ছেলে আরিফ (৩২) সহ অজ্ঞাত নামা ৬/৭ জন দেশীয় অ¯্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে।
এ সময় তালা ভেঙ্গে তারা বাড়িতে প্রবেশ করে দুই রুমে থাকা আলমারি, সোকেজে থাকা টাকা পয়সা ও স্বর্ণ অলংকার এবং বন্দর কল্যান্দি এলাকার ৫ শতাংশ জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। তাদের কাছে দেশিয় অ¯্র থাকায় ভয়ে আসে পাশের লোক জন এগিয়ে আসেনি। এছাড়াও বাড়িতে থাকা সকল আসবাবপত্র ভেঙ্গে ফেলেছে। এখন আমি কিভাবে আমার মেয়েকে বিয়ে দিবো।
তিনি আরও বলেন, আমার পরিবারের কয়েজন কোর্ট থেকে আজ জামিন নিয়ে বাড়িতে এসেছি।
এ বিষয় প্রত্যক্ষদর্ষীরা জানায়, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ করে ভাংচুরের শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখি ৯/১০ জন লোক লোহার রড ও হাতুড়ী দিয়ে ঘরের তালা ভাঙ্গছে। অন্যান্য লোক জনের মধ্যে থাকা দুই জন ব্যক্তি জানালার কাচ লোহার রড দিয়ে ভাঙ্গছে। তাদের মধ্যে দুইজনকে আমরা চিন্তে পেরেছি। আর বাকিদের চিন্তে পারিনি। তাদের হাতে দেশীয় অ¯্র থাকায় প্রাণ ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারিনি।