দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহরের তিন কলেজের শিক্ষার্থীদের বিনোদন ও আড্ডার প্রান কেন্দ্র হয়ে উঠেছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার।
শনিবার(১২ মার্চ)দুপুরে দেখা যায় এ চিত্র চাষাড়ায় অবস্থিত শহীদ মিনারে।
দেখা যায়, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ,সরকারী মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের পদচারনায় ভরে উঠেছে নারায়ণগঞ্জ কেন্দ্র শহীদ মিনারটি। মিনার প্রাঙ্গণের প্রতিটি কোণায় কোণায়ই জমজমাট শিক্ষার্থীরা। সেই সাথে আড্ডা,গানে জমজমাট করে তুলেছে শহীদ মিনারটি শিক্ষার্থীরা।
একই সাথে শহীদ মিনারের বেদিতে দেখা মিলে শিক্ষার্থীদের গান বাজনা ও আড্ডা দিতে।অন্যদিকে তারই বিপরীত দেখা যায় ধূমপানের অভ্যয়ারন্য হয়ে উঠেছে। প্রকাশেই কলেজ পোষাক পরিহিত ছেলে মেয়েদের ধূমপান করার চিত্রও দেখা যায়।
সকাল থেকেই এই শহীদ মিনারে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও সাধারন মানুষের সমাগম হতে থাকে।ভোরে শারীরিক চর্চা থেকে শুরু করে অফিসগামী কর্মজীবীদের কিছু সময়ের ক্লান্তি দূর করার স্থান এই শহীদ মিনার। তবে ইতিমধ্যে শিক্ষার্থীদের কিছু অশালীন কার্যকলাপ,মাদকসেবন এবং ধূমপানের কারনে অনেকটা দূর্বিসহ হয়ে উঠছে মিনার ও তার আশেপাশে।সেই সাথে বিভিন্ন খাবারের প্যাকেট,পানি সিগারেটের প্যাকেট ফেলে ময়লা আবর্জনা বানাচ্ছে।
কিছুদিন পর পরই ভাইরাল হচ্ছে শহীদ মিনারের বেদিতে বসে অসামাজিক কার্যকলাপ শিক্ষার্থীদের। কখনো বা ধূমপান আবার কখনো মারামারি তো কখনো জুতা নিয়ে বেদিতে উঠে আড্ডা দিতে দেখা যাচ্ছে।
মিনারে আগত বেশ কিছু শিক্ষার্থীদের মাধ্যমে কথা বলে জানা যায়,নারায়ণগঞ্জ তোলারাম কলেজ,মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ এই তিন কলেজের কাছাকাছি হচ্ছে মিনার। এছাড়া শিক্ষার্থীদের বা সাধারণ মানুষদের বিনোদনের জন্য কাছাকাছি চাষাড়া শহীদ মিনার ও ডিআইটি রাসেল পার্ক ছাড়া অন্য কোন জায়গা নাই। তাই কলেজ ছুটি হবার পর যেহেতু রাসেল পার্ক থেকে মিনার কাছাকাছি তাই এখানেই আড্ডা দেওয়া হয়।