দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ তানভীর মুহাম্মদ ত্বকী’র ২৬ তম জন্মবর্ষ উপলক্ষে সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা ২০২১ এর পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৮ মার্চ)বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী,ত্বকীকে আমরা প্রতীক হিসেবে দেখতে পাই। তার কৈশরকে আমরা জনপ্রতিনিধি হিসেবেও দেখতে পাই। তার উপর যে হামলা হলো তাকে আমরা আলোর মধ্যে অন্ধকারকে দেখতে পাই। ত্বকীর এই হত্যাকান্ডকে আমরা আলো নাকি অন্ধকার হিসেবে নিবো। আলো ও অন্ধকারের এই দ্বন্দ্বকে আমরা কি বলবো। আমরা এখন বিচারহীনতার ব্যবস্থায় আছি। আমাদের বেঁচে থাকার জন্য বিচার চাইতে হয়। আমাদের অধিকারগুলোকে আদায়ের জন্য বিচারের দাবী জানাতে হয়।
তিনি আরো বলেন,আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম কিন্তু সেই রাষ্ট্র আমরা পেলাম না। এদেশের নাগরিকরা চেয়েছিলো একটা সুষ্ঠু ও নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু আমরা তা পেলাম না।আমাদের অধিকারের দিকেও এখন হস্তক্ষেপ করা হচ্ছে। আমাদের দেশে এখন মাদকের মাধ্যমে আমাদের ধ্বংস করা হচ্ছে। আমাদের মৌলিক অধিকারগুলোতে হস্তক্ষেপ হচ্ছে। আমাদের ভরসার জায়গা কিন্তু কিশোররা। আমাদের অধিকারের আন্দোলন কিন্তু কিশোররাই করে কিন্তু এখন সেই ভরসার স্থান আমাদের আর নেই। ত্বকী বইয়ের মাধ্যমে আমাদের ভরসার স্থান হয়ে গেয়েছিলো কিন্তু তাকে হত্যার মাধ্যমে আমাদের সেই ভরসার স্থানকে পরিবর্তন করে ফেলেছে।
সিরাজুল ইসলাম আরো বলেন,আমাদের কিশোর আন্দোলন গড়ে তুলতে হবে। কারন আমাদের দেশের বুদ্ধিমান মানুষ বলবে এই সমাজ বদলাতে হবে।আমাদের এই সমাজের সম্পদ পাচার হচ্ছে। শুধু আমাদের দেশের সম্পদ না আমাদের মেধাও এখন বিভিন্ন দেশে পাচার হচ্ছে। আর এই পাচার বন্ধ করতে হলে ত্বকীর মত মেধাবীদের জাগ্রত করতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে হবে হবে সবাইকে একাগ্রতা করতে হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন,সংবিধানের ৭(১) ধারা অনুযায়ী জনগন রাষ্ট্রের মালিক। ত্বকীও তো রাষ্ট্রের মালিক।তাহলে কেনো ত্বকী হত্যার বিচার হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনে কেনো ত্বকী হত্যার বিচার করছেন না। আমি যদি আরো এক বছর বেঁচে থাকি তাহলে আগামী বছরে যেনো আমাদের বলতে হয় না মাননীয় প্রধানমন্ত্রী আপনে এখনো কেনো ত্বকীর হত্যার বিচার করেন নাই। আমরা চাই ত্বকীর হত্যার বিচার হোক।
এসময় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি,নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী,ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক শওকত আরা রহমান,কবি ও সাংবাদিক হালিম আজাদ,জাহিদুল হক দিপু প্রমূখ। আরো উপস্থিত ছিলেন রথীন চক্রবর্তী,ভবানী শংকর রায়,ধীমান সাহা জুয়েল,লক্ষী রানী,নিখিল দাস,পপি রানী সরকার,সুলতানা আক্তার সহ প্রতিযোগিতায় বিজয়ী অভিভাবকরা।