দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
১৬ মার্চ বুধবার রাতে বন্দর থানার উইলসন রোড ও বন্দর উপজেলার বাগদোবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উইলসন রোড এলাকার মিন্টু মিয়ার ছেলে চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রহমান (৩৫) ও বন্দর উপজেলার বাগদোবাড়িয়া এলাকার মোহাম্মদ বারীর স্ত্রী অপর আরো একটি চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী লিপি আক্তার (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উইলসন রোড এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। এ ছাড়াও একই রাতে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফয়সাল আলমসহ সঙ্গীয় র্ফোস বাগদো বাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ আরো একটি চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী লিপি আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছ।