দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ “সর্বগ্রাসী দুর্নীতি ও বাজার সিন্ডিকেটসহ আওয়ামী অপশাসনের বিরুদ্ধে রুখে দাড়ান” এই শ্লোগানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করে মহানগর বিএনপি।
শনিবার (১২ই মার্চ) বেলা ১০ টায় নগরীর হোসিয়ারী সমিতির সামনে থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ শুরু করে নগরীর চাষাড়া, ২নং রেলগেইট, ডিআইটি, নিতাইগঞ্জ, ডাইলপট্রি, নিমতলা, টানবাজার, ১নং রেল গেইট হয়ে কালিবাজার গিয়ে শেষ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা প্রায় ২০ হাজার লিফলেট বিতরণ করেন বলে জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, আওয়ামীলীগের দুর্নীতির কারনে দেশে লাগামহীন ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে। দিন দিন এর ধারাবাহিকতা বেড়েই চলছে। তারা নির্বাচনের সময় ঘোষণা দিয়ে ছিলো ১০ টাকা কেজি দরে চাউল খাওয়াবে। সেটার বাস্তবায়ন তো হয়নি উল্টো এখন দেশের জনগণের সাথে প্রত্যারোনা করা হচ্ছে।
সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশে বাকশাল কায়েম করে মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এখন সংবাদপত্রের স্বাধীনতা নাই, মানুষের ভোটাধিকার নাই, মৌলিক অধিকার নাই। একটি স্বাধীন জাতিকে পরাধীনতার ধু¤্রজালে বন্দি করে তাদের ইচ্ছে মত দেশ পরিচালনা করছে। এখন তারা দুর্নীতির মহাউৎসবে মেনে উঠেছে আর সেটার মাশুল গুনছে সাধারণ মানুষ।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী ফারুক হোসেন, এ্যাড. রফিক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, এনামুল হক রোমান, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,
মহানগর বিএনপি নেতা হাফিজুর রহমান, সায়েম কবির, মনির হোসেন, হারুন শেখ, নুরুল ইসলাম, নেছার উদ্দিন, জাহাঙ্গীর মিয়াজী, বাবুল, এম অপু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক খালেদ মাহমুদ, মহানগর যুবদল নেতা মানিক বেপারী, আলী হোসেন, তাওলাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।