দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল নিয়ে অংশ গ্রহন করে মহানগর যুবদল।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতীকী অনশন কর্মসূচিতে তারা যোগদান করেন।
এ সময় যুবদল নেতাকর্মীরা দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়যার মক্তির দাবিতে শ্লোগান দেন।
মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম সাগর, শহীদুজ্জামান, মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রানী, সাংগঠনিক সম্পাদক ডলি আহম্মেদ,
মহানগর যুবদল নেতা কালু, ইব্রাহীম, রাজু, মোতালেব, জাকির হোসেন, সেন্টু, হালিম, ফয়েজ উল্লাহ সজল, মানিক বেপারী, শাহীন শরীফ, কামরুজ্জামান মাসুদ, জহিরুল ইসলাম, হারুন, আরিফ খান, আব্দুল কাদির, রিক্সশন,লিঙ্করাজ, মঞ্জুর, ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।