দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ‘সিপিবি’ ২৬ মার্চ শনিবার সকাল ৯ টায় চাষাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য আঃ হাই শরীফ, শাহানারা বেগম, বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, কৃষ্ণা ঘোষ, শোভা সাহা, শ্রমিক নেতা ইকবাল হোসেন, এম এ শাহীন ও যুব নেতা শিশির চক্রবর্তী সহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় শহীদদের স্মরণে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে দাঁড়িয়ে থেকে এক মিনিট নীরবতা পালন করেন ও রেড স্যালুট জানান। শ্রদ্ধা নিবেদন পূর্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি করেন।
শ্রদ্ধা নিবেদন কালে সংক্ষিপ্ত আলোচনায় জেলা সিপিবি’র সভাপতি হাফিজুল ইসলাম বলেন, দুর্বৃত্ত আমলা, ব্যবসায়ী ও দুর্বৃত্ত রাজনৈতিক মিলে জনগণের উপার্জিত সম্পদ লুটপাট করে নিচ্ছে। স্বাধীনতার ৫১ বছরেও এদেশের অধিকাংশ মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। লুটেরা পূঁজিবাদী বর্তমান সরকারের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চার মূলনীতির ভিত্তিতে অগ্রসর করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি দমনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণসংগ্রাম গণআন্দোলন গড়ে তুলে বিদ্যমান ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে হবে।
সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বলেন, দিনেদিনে দেশে বৈষম্য বাড়ছে। ধনী আরো ধনী হচ্ছে গরীব আরো গরীব হচ্ছে। অনেকেই দরিদ্র সীমার নীচে চলে গেছে। লুটপাট, দুর্নীতির থাবায় সাধারণ মানুষের অর্জন লুটে নিচ্ছে মুষ্টিমেয় লোকে। লুটপাটকারীরা জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করে দিচ্ছে। এক দেশে দুই রকম অর্থনীতি চলছে। গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে।
চলছে সাম্প্রদায়িক অপশক্তির দাপট। এ অবস্থা থেকে দেশ বাঁচাতে, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত দেশ গড়তে ও সুশাসন নিশ্চিত করতে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গ্যাস বিদ্যুৎ পানির দাম বাড়ানোর অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সোমবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।