দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যুবদলের র্যালীতে যোগদান করেন যুবদল নেতৃবৃন্দ।
শনিবার ( ২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর ও সদর থানা যুবদলের নেতা ও কর্মীরা নগরীর খানপুর ৩শ শয্যা হাসপাতালের সামনে মিছিল নিয়ে যোগদান করেন।
পরে মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে সংগঠনটির নেতা ও কর্মীরা বিজয় র্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করেন।
এ সময় নেতাকর্মীরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন।
এ সময় চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধাজ্ঞাপন করেন মহানগর যুবদলের নেতৃবৃন্দরা। শ্রদ্ধাজ্ঞাপন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।