দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সরকারি বিধি-নির্দেশনা মেনে, কাশীপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক সহযোগিতায়, কাশীপুর সার্বজনীন মিলন উৎসব কমিটি অর্থাৎ আমরা ইউনিয়নের সর্বসাধারণের পক্ষ থেকে আগামী ২৪ মার্চ ২০২২ তারিখ, রোজ বৃহস্পতিবার, বিকাল ২:৩০ হতে রাত ১১:০০-টা পর্যন্ত কাশীপুর হাটখোলা মাঠে ইউনিয়নের ইতিহাসে এই প্রথমবারের মতো, কাশীপুর সার্বজনীন মিলন উৎসব আয়োজন করতে যাচ্ছি।
কাশীপুরের বিশিষ্টব্যক্তিবর্গ, সর্বসাধারণ ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই মিলন উৎসবে থাকবে বিভিন্ন আয়োজন, যেমন: খেলাধুলা, শিশু বিনোদন, তথ্যচিত্র প্রদর্শনী, মিলনমেলা, ফটোগ্রাফি, গুণীজন সম্মাননা (মুক্তিযুদ্ধ, সমাজসেবা ও শিক্ষা-মানবসম্পদ উন্নয়ন), নবনির্বাচিত জনপ্রতিনিধি পরিচিতি, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
দেশের বিশিষ্ট পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত, বরেণ্য লেখক, নাট্যকার ও সাংবাদিক জনাব আনিসুল হক, এবং খ্যাতিমান শিশুসাহিত্যিক জনাব সুজন বড়ুয়া উক্ত অনুষ্ঠানে ‘উৎসব বক্তা (প্রি-রেকর্ডেড ভিডিও)’ হিসেবে যুক্ত হয়ে বিশেষ সামাজিকবার্তা প্রদান করবেন।
নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) ‘উৎসব অতিথি’ হিসেবে অংশগ্রহণ করবেন। দেশের প্রকৌশল শিক্ষা-গবেষণা’র শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ‘উৎসব ব্যক্তিত্ব’ হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জনাব এ.কে.এম শামীম ওসমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ উক্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার সদয় সম্মতি প্রদান করেছেন।
জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উৎসব আহ্বায়ক, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইকবাল উৎসব আহ্বায়ক, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন এর মতে ইউনিয়নের সর্বসাধারণের মধ্যে সম্প্রীতি সুদৃঢ়করণ ও আদর্শিক সমাজ ব্যবস্থা গঠন এর সহায়ক হিসেবেই এই সার্বজনীন মিলন উৎসব সূচনা করা হচ্ছে। উৎসবে কাশীপুর এর বিশেষদিকসমূহ উপস্থাপন করা হবে।(সংবাদ বিজ্ঞপ্তি)