দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় অন্ধ কল্যান সংস্থার সভাপতি এড তৈমুর আলম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,অন্ধ ও প্রতিবন্ধীদের যথাযথ ভাবে প্রশিক্ষণ দেয়া হলে এরা দেশের মূল্যবান সম্পদে পরিনত হবে। বিভিন্ন সরকার প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে নানান কর্মসূচি গ্রহন করেছে। অন্ধ ও প্রতিবন্ধীরা এখন অবহেলার পাত্র নয় এরা এখন মূল্যবান সম্পদ।কাজেই তাদের অবহেলা না করে আদর ও ভালবাসা দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে।
জাতীয় অন্ধ কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তৈমুর আলম খন্দকার।
শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় মাসদাইর মজলুম মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় অন্ধ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে নগদ অর্থ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ কল্যান পরিষদ জেলা সভাপতি মোঃ আমির হোসেন, মোঃ জামাল হোসেন, প্রমুখ।
অর্ধশতাধিক অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরন করেন অতিথি বৃন্দ।