দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা প্রফেসর আব্দুল হাই সিকদার বলেন, নিউ মার্কেটে ছাত্রলীগের সাথে ব্যবসায়ীদের সংর্ঘষ হলো পুলিশ কিছুই করতে পারলো না। অথচ শেষ বেলায় এসে সব দোষ বিএনপির উপর চাপিয়ে দেওয়া হলো। এই হলো বর্তমান সরকারের আমলে দেশের পরিস্থিতি।
এভাবে সারা দেশে বিএনপির ৩৫ লক্ষ নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই রাতের ভোট চোর সরকার ১০ হাজার বিএনপির নেতাকর্মীদের গুম করেছে।
শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় আমলাপাড়া গার্লস স্কুল সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়ার সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠিানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ডলি আক্তার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জিসান সুরাইয়া, সদস্য সচিব সামিয়া তাজরিন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন মহানগর শাখার আহবায়ক রাইহানা খন্দকার অদিতি, সদস্য সচিব আরিয়ান আল নুর সাহিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই সিকদার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশে বিরোধী দল বলতে কিছুই নাই। অথচ বিরোধী দমনে তিনি প্রশাসনকে সব সময়ই প্রস্তুত করে রেখেছেন। দেশে আইন বলতে কিছুই নাই। ক্ষমতাশীনদের বেলায় আইন এক আর আমাদের বেলায় আইন আরেক। ঈদের পরে বুঝতে পারবেন বিরোধী দল কাকে বলে।
তিনি আরও বলেন, ২০ হাজার ভুয়া ডাক্তারের সার্টিফিকেট দেওয়া হয়েছে বুঝতে পারছেন দেশে কি অবস্থা হচ্ছে। কি হবে এদেশের ভবিষ্যত্ব চিকিৎসার একবার কল্পনা করে দেখুন। ৩৯ বছর দরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন ভাবে দেশের মানুষের পক্ষে লড়াই করছেন। তার এক চুল পরিমান জনপ্রিয়তা কমেনি।
অথচ ৮৬র বেঈমান বলে দেশবাসীর কাছে পরিচয় পেয়েছেন শেখ হাসিনা। নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন আপনাদের অবস্থা কি দাড়ায়। তারা বলে মুক্তিযোদ্ধোর চেতনায় বিশ^াসী অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গালি দেয়। তারা কখনই মুক্তিযোদ্ধের চেতনায় বিশ^াসী হতে পারে না।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।