দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ডি এন ডি এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানকল্পে ফতুল্লা ও কুতুবপুর এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে পিলকুনি এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডি এন ডি অভ্যন্তরে পেয়ারা বাগান এলাকায় বাঁধ দিয়ে কালভার্ট নির্মান কাজ ধীর গতিতে হওয়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা আর পানিবন্ধি হয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছে ফতুল্লা পিলকুনি ও নন্দলাল পুর সহ বিভিন্ন এলাকার মানুষ।
এ থেকে পরিত্রাণ পেতে ফতুল্লা ও কুতুবপুরবাসীর পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে উল্লেখিত এলাকার মানুষের পাশাপাশি কুতুবপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মানুষ জড়ো হয়ে অবিলম্বে পেয়ারা বাগান এলাকার বাঁধ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
সেখানে ডি এন ডি প্রজেক্টে দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম উপস্থিত হয়ে আগামী ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন শিল্পপতি আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ড মেম্বার শেখ মোঃ ইমান আলী, তরুন সমাজসেবক ওয়াসিম আবদুল্লাহ,মোঃ জুয়েল শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে,এলাকাবাসী জানায়,ফতুল্লার লালপুর,পৌষা পুকুরপাড়,দাপা,ঋৃষিবাড়ি,মাসদাইর গাবতলীসহ আশপাশ এলাকায় সামান্য বৃষ্টি হলে রাস্তায় যেমন হাটু পানি দেখা দেয় তেমনী বাসা-বাড়িতেও প্রবেশ করছে ময়লাযুক্ত পানি।
রাস্তার পাশে পাশে থাকা স্লাববিহীন ড্রেনগুলোতে ময়লা-আবর্জনাযুক্ত পানিগুলো ড্রেন উপচে রাস্তাসহ বাসা-বাড়িতে প্রবেশ করছে। দেশে বর্তমানে ডায়রিয়ার প্রবনতা বেড়ে যাওয়া আবার ময়লাযুক্ত পানির ময়লা ও দূগন্ধে সকল শ্রেনীর মানুষগুলো ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ববনা দেখা দিয়েছে।