দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদুর রহমান (২৮) নামে এক গার্মেন্টসকর্মী খুন হয়েছেন।
সোমবার ভোর ৫টায় ফতুল্লার মাসদাইর রোকেয়া খন্দকার স্কুলের সামনে থেকে উদ্ধার করে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, জাহিদের বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের স্বজনরা লাশের কাছেই আছে।
নিহত জাহিদ হাসান কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শ্রীপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে। তিনি ফতুল্লার গলাচিপা এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে ভাড়া থেকে মাসদাইর শোভন গার্মেন্টসের প্রিন্ট সেকশনে অপারেটর পদে কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার ঘটনাস্থল ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।