দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম : প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ও ধলেশ্বরী তীরে সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৮ এপ্রিল) বক্তাবলির রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাউল, দুধ, সেমাই, চিনি, কিচমিচ, তেল, মুরগি সহ একাধিক খাদ্য সামগ্রী।
বক্তাবলি সহ গোগনগর, এনায়েতনগর, আলীরটেক, কাশিপুর কাশিপুর, মাসদাইর কবরস্থান, কালিবাজার নিয়ে মোট ১ হাজারটি পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঈদের খাদ্য সামগ্রী বিতরণের প্রজেক্ট চেয়ার রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি(অপারেশন ) মোজ্জামেল হোসাইন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর পঞ্চায়েত প্রধান হুমায়ন কবির,বক্তাবলি ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল,বক্তাবলি ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি কামরুল ইসলাম,
সমাজসেবক লোকমান হোসেন,
সৈয়দ হোসেন, আওয়ামী লীগ নেতা ইফতেখারুজ্জামান শাহীন, প্রফেসর সাইদুর রহমান বাচ্চু, বক্তাবলি ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার খোকা মহিউদ্দিন ভূইয়া, ৬নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে ওসি মোজ্জামেল হোসেন বলেন, আজকের এই অনুষ্ঠান একটি মহৎ অনুষ্ঠান। আমি নারায়ণগঞ্জ আসার পর এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলাম। তাদের এই সংগঠনের কার্যক্রম সত্যিই আমার ভালো লেগেছিলো। তারপর থেকেই আমি আপনাদের অনুষ্ঠানগুলোতে আসি। এমন একটি মহৎ অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি।
নজরুল ইসলাম বাবুল বলেন, বক্তাবলিতে বহু সংগঠন আছে। তারা অনেকেই নাম লিখে চলে যায়।কিš‘ ধলেশ্বরী তীরের একটি সংগঠন আছে এই রাজাপুরবাসী তার সাক্ষী এই মাঠ তার সাক্ষী তারা বারবার ত্রান নিয়ে এসে আপনাদের মাঝে বিতরণ করে।
প্রজেক্ট চেয়ার মোঃ নূরুজ্জামান জিকু বলেন,বক্তাবলিতে আরো অনেক সংগঠন আছে। তারাও কাজ করছে আমরাও কাজ করি। আপনেরা জানেন সব সময় আমাদের সংগঠন আপনাদের পাশে সব সময় আছে থাকবে।
আমরা প্রতিবছর আপনাদের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করি।আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলে যাচ্ছি আগামীতে আপনাদের আর এখানে আসতে হবে না আপনাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। আমাদের রোটারি ক্লাব শুধ খাদ্য খাদ্য সামগ্রী বিতরণ করে না।
বর্ষা মৌসুমে বৃক্ষ রোপন,মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সময় সেবামূলক বিভিন্ন কজ করে থাকে তার এক উদাহরণ আমরা গতবার আমাদের একটি মেয়েকে বিয়ে দিয়েছি নিজের অর্থায়নে। তাই সব সময় আমরা আপনাদের সহযোগিতা পেয়ে আপনাদের পাশে থাকতে চাই।
আরো উপস্থিত ছিলেন ধলেশ্বরী তীরে সমাজ কল্যান সংস্থার সহ-সভাপতি কাদের হোসেন,হাসেম,সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, সাধারণ সদস্য মোসলেহ উদ্দিন,সাইদুর রহমান বাচ্চু প্রমূখ।